নিজেসহ ৫০০ কর্মকর্তাকে বেতনছাড়া ছুটি নেওয়ার নির্দেশ নিউইয়র্ক মেয়রের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র বিল ডি ব্লাসিও নিজেকে এবং প্রায় ৫০০ কর্মচারীকে এক সপ্তাহের জন্য বেতনছাড়া ছুটি দিয়েছেন। মহামারী করোনাভাইরাসের কারণে যে বাজেট ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে তিনি এ ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছেন।

সিটি হলে মেয়রের অফিসের সবাই অক্টোবর থেকে ২০২১ সালের মার্চের মধ্যে নির্দিষ্ট সময়ে এক সপ্তাহ বেতনছাড়া ছুটিতে থাকবেন। বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এতে ভুক্তভোগী হবেন মোট ৪৯৫ কর্মচারী।
মহামারী করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক অচলাবস্থা চলতে থাকায় ৯ বিলিয়ন ডলার রাজস্ব হারিয়েছে নগর কর্তৃপক্ষ। এতে বার্ষিক বাজেটের ৭ বিলিয়ন ডলার কর্তন করতে হয়েছে।

মেয়র ডি ব্লাসিও বলেছেন, সপ্তাহ দীর্ঘ বেতন ছাড়া ছুটির কারণে ১ মিলিয়ন ডলার বাঁচবে। আমি হালকাভাবে এ সিদ্ধান্ত নিইনি। যারা ভুক্তভোগী হবেন তাদের এবং তাদের পরিবারের জন্য এ সিদ্ধান্ত কষ্টদায়ক। কিন্তু ইতিহাসের এই মুহূর্তে এটাই সঠিক সিদ্ধান্ত।

বেতন ছাড়া ছুটি যাওয়ার সিদ্ধান্তের পাশাপাশি এ বছর মেয়রের কার্যালয়ের বাজের আকারও ছোট হচ্ছে, যা আগের বাজেটের তুলনায় ১২ শতাংশ কম।

সূত্র: স্কাই নিউজ