নিদাঘ দুপুর

নিদাঘ দুপুর – জাহাঙ্গীর চৌধুরী

নিদাঘ দুপুর রৌদ্রে ভরপুর
মাঠেঘাটে নেই বায়।
গাছের তলায় বসে সবাই
শীতল বায়ুর আশায়।
কাকেরা সব করিয়া রব
পিয়াসে হয় কাতর।
নিপানগুলো ফেটে চৌচির
দেখতে কঠিন পাথর।
আম কাঁঠালে পাক ধরেছে
মিষ্টি রসের আয়েশ।
যত খাবে মজা লাগবে
মিটবে না তার খায়েশ।
কচি তালশাঁস আর লিচুর রস
করে শুধু টসটস।
খেলে পরে দু-চোখেতে
আসে নিদের পরশ।।