নিরব ঘাতক করোনা – এম. সোহেল রানা

 

হে দয়াবান রহমানের রহিম তুমিই দয়াময়
মহামারির এমন ক্রান্তিকালে রক্ষা করো,
বান্দা কি তোমার পানে, দু’হাত তুলে চাই
করোনা থেকে রক্ষা একমাত্র তব কৃপায়।
বিশ্ব যে আজ অঁচল প্রায় করোনা নামক
নিরব ঘাতক এক ভাইরাসের প্রাদুরভাবে,
বিশ্ব মানবতা থমকে গেছে ঝরছে বারি
নিম্ন -মধ্যবৃত্ত গুমরে কাঁদে অন্নের অভাবে।

স্বচ্ছ নির্মল ভারী বাতাস বইছে করোনাতে
সচল করো সকল প্রভূ আগের মত করে,
পাখিরা গাই গান তবু প্রাণে জাগেনা আশা
ফুল ফোটে আগের মতোই নেই ভালবাসা।

নিরব ঘাতক করোনাতে করেছে সব গ্রাস
নিরব ভূমিকার সন্ত্রাসী সৃষ্টি করেছে ত্রাস,
বিশ্বজুড়ে মৃত্যুর মিছিলে বিজ্ঞ জ্ঞানী-গুণী
করোনা প্রতিষেধকে ব্যর্থ নাকি বিজ্ঞানী?

করোনা উপসর্গে যদি কারো মৃত্যু আসে
রক্তের সম্পর্কের তবুও নেই লাশের পাশে,
দাফন কালে আপন স্বজন নেই আহাযারি
নিরব ঘাতক করোনা এ কেমন মহামারি।