পথশিশু – এস এ কাওছার

পথশিশু পথের ধারে
পড়ে আছে অকাতরে
শীতের সাথে যুদ্ধ করে
করছে জীবন পার!
পথশিশু হলো বলে
নাই কি অধিকার?

পথশিশু নাম দিয়েছে
এদের শুনি কে
জন্ম তাদের কে দিয়েছে
কোথায় গেলো সে?
অপরাধী তারা নাকি
সমাজপতি যারা
অবহেলায় তবে কেন
পথশিশুরা?

পথ থেকে এদের সরাতে
রাষ্ট্রের দায় নয়কি তাতে?
স্বাভাবিক জীবন ফিরিয়ে
দেবে এদের কারা!
বেঁচে থাকার অধিকার কি
পাবেনা তবে তাঁরা।