পুলিশ দেখেই ভো দৌড়। তারপরেও রেহায় পেলোনা মাদক ব্যবসায়ী

পুলিশ দেখেই ভো দৌড়। তারপরেও পুলিশের হাত থেকে রেহায় পেলোনা মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম (৩০)। অবশেষে ৫ গ্রাম হেরোইনসহ পুলিশের হাতে আটক হলেন জাহিরুল ইসলাম।

আজ সোমবার (১৫ আগষ্ট) দুপুরের দিকে মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) আলামিন হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম শহরের পন্ডের ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন।

আটক জহিরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের দবির আলীর ছেলে।

এসআই আলামিন বলেন, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শহরের পন্ডের ঘাট এলাকায় মাদকদ্রব্য হেরোইন বিক্রয় হচ্ছে।

খবর পেয়ে পুলিশের ওই টিমটি তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে পৌছানো মাত্রই পুলিশ দেখে আসামি জহিরুল দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের টিম তাকে ধাওয়া দিয়ে আটক করে। তার শরীর তল্লাশী করে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক আসামীর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ৮(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-২৩, তাং-১৫/০৮/২০২২। পরে আজ সোমবার (১৫ আগষ্ট) বিকালে বিচারের জন্য মেহেরপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।