ফড়িং হতাম যদি- শরীফ সাথী

হীম বাতাসের দোল খাওয়ানো
সবুজ ঐ বন জুড়ে
আমি যদি ফড়িং হতাম
পাখা মেলে উড়ে
বঙ্গ ভূমির প্রাণের মেলায়
কাছে কিংবা দূরে
সারাটি দিন হৈ হুল্লোড়
কত মজা ট্যুরে
সবুজ শোভায় দিতাম ছোঁয়া
এদিক ওদিক ঘুরে
ফুল ফসলে নাচা হতো
গেয়ে মধুর সুরে।