ইবি কুষ্টিয়া

বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন জিয়া- ইবিতে হানিফ

বঙ্গবন্ধুর পক্ষে চতুর্থ ঘোষক হিসেবে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছেন জিয়াউর রহমান বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আমন্ত্রণে শহিদদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মন্তব্য করেছেন তিনি।

বক্তব্য সূত্রে জানা যায়, জিয়াউর রহমানের পূর্বে আরো তিনজন একই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল। শুধুমাত্র ঘোষণাপত্র পাঠের জন্য যদি স্বাধীনতার ঘোষক হয়, তাহলে প্রথম ঘোষনা দিয়েছিলেন তৎকালীন চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান।

তিনি প্রথম ২৬ তারিখে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন। পরবর্তীতে ২৬ তারিখ বিকেলে আওয়ামী লীগ নেতা বিল্লাল আহমেদ ঘোষণাপত্র পাঠ করেন। পরদিন ২৭ মার্চ বিল্লাল আহমেদ ও কায়কোবাদ সারাদিন ঘোষণাপত্র পাঠ করতে থাকেন। পরে বিকেল পাঁচটায় জিয়াউর রহমান চতুর্থ ব্যক্তি হিসেবে ঘোষণাপত্র পাঠ করেন।’

বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে (টিএসসিসি) বেলা সাড়ে ১১টায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক আলমগীর হোসেন ভূঁইয়া ও সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা।