বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদশে বির্নিমাণে দেশে দক্ষ জনবল তৈরী করতে হবে-জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

জনপ্রশাসন প্রতিমিন্ত্রী ফরহাদ হোসনে বলছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদশে বির্নিমাণে দেশে দক্ষ জনবল তৈরী করতে হবে। এজন্য তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসকিভাবে সুস্থ‍্য থাকার প্রয়োজনীয়তাও রয়েছে। মুজিববর্ষে তরুণদরে দক্ষতা, যোগ্যতাকে বাড়িয়ে গুনাবলি সম্পন্ন মানুষ তৈরী করতে পারলে উন্নত ও সমৃদ্ধ বাংলাদশে গড়ে উঠবে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর শহরে সেনাবাহিনী কর্তৃক আয়োজিত মুজিববর্ষ পালন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যারথন এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতত্বি করনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খাঁন।

উপস্থতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার এস এম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তুষার কান্তি পাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মুজাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম, গাংনী পৌর মেয়র আহাম্মেদ আলী, জেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল

বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ম্যারাথনটি শহররে ড.শহীদ সামসুজ্জোহা পার্ক থকে শুরু হয়ে সদর উপজেলার আমঝুপি গিয়ে শেষ হয়। ম্যারথনে ১ম ইমরান হোসেন, ২য় স্থান জাকরি হোসেন ও ওবায়দুর রহমান ৩য় স্থান লাভ করেন।