বন্ধ হলো গুগল ভয়েসের স্মার্ট রিপ্লাই

নতুন হালনাগাদে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য স্মার্ট রিপ্লাই সুবিধা বন্ধ করেছে গুগল। ফলে গুগল ভয়েসের নতুন হালনাগাদে এ সেবা আর ব্যবহার করতে পারবেন না স্মার্টফোন ব্যবহারকারীরা। গত বছরের ফেব্রুয়ারিতে স্মার্ট রিপ্লাই সাজেশন চালু করেছিল গুগল।

এক বিবৃতিতে গুগল এ সুবিধা বন্ধের কথা উল্লেখ করে জানিয়েছে, এখন থেকে গুগল ভয়েসের স্মার্ট রিপ্লাই আর ব্যবহার করা যাবে না। তবে এটি বন্ধের নির্দিষ্ট কোনো কারণ জানায়নি গুগল।

গুগল ভয়েসের স্মার্ট রিপ্লাইয়ের মাধ্যমে ট্যাপ করে তৎক্ষণাৎ প্রত্যুত্তর জানানোর সুযোগ ছিল। সর্বশেষ বার্তা বিবেচনায় নিয়ে তিন পরিপ্রেক্ষিতে প্রত্যুত্তর বা রিপ্লাইয়ের পরামর্শ (সাজেশন) দিত এ সুবিধার ফিচারটি। গুগল মেসেজের টাইপ আ মেসেজ সেকশনে ‘স্মার্ট রিপ্লাই’ দেখা যেত। তবে গুগল সার্চ, জিমেইল এবং গুগল মেসেজে স্মার্ট রিপ্লাই সেবা ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া