বর্ষার রুপ – অভিরাজ নাথ

 

জ্যৈষ্ঠ শেষে আষাঢ় এলো
আকাশ কালো মেঘে,
সকাল সন্ধ্যা অঝোর ধারায়
বৃষ্টি ঝরে বেগে।

ব্যাঙেরা সব গাইছে মিলে
ঘ্যাঙর ঘ্যাঙর সুরে,
কিচিরমিচির শব্দে পাখি
পালাই আপন নীড়ে।

ডোবা বিল ঝিলে অই
কই-পুঁটি ভাসে,
আঙ্গিনাতে ঘ্রাণ ছড়িয়ে
কদম কেয়া হাসে।

শাপলা পদ্ম কি বাহারী
রুপেতে মন ভরে,
আষাঢ় শেষে আসবে শ্রাবণ
বৃষ্টি সাথে করে।