বলবো না তোমায় – শিমুল হোসেন

 

বলবো না আড় চোখে দিয়ে দাও হাসি
বলবো না ঠোঁটে ঠোঁটে চুমু এঁকে দাও
বলবো না মন দিয়ে মন কেড়ে নাও
বলবো না মুখ তুলে বলো ভালোবাসি।

বলবো না প্রেমালাপ করো দিন-রাত
বলবো না চোখে-মুখে প্রেম লেগে থাক
বলবো না কাছে এসো বুক জুড়ে যাক
বলবো না মনে সদা করো যাতায়াত।

বলবো না ফোনে কথা বলো রোজ রোজ
বলবো না চ্যাট করো কাজ ফেলে এসে
বলবো না কবি বলে ডাকো ভালোবেসে
বলবো না খুব করে নাও মোরে খোঁজ।

বলবো না তোমা ছাড়া দায় হলো থাকা
বলবো না হাতে হাত রেখে চলো হাঁটি
বলবো না ভালোবেসো একদম খাঁটি
বলবো না ছুঁয়ে দিয়ো তুমি মধুমাখা।

বলি শুধু লিখছি যা পড়ো বন্ধু তুমি
বলবো না পূর্ণ করো শূন্য বক্ষভূমি।