
শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে ‘বসুন্ধরা শুভসংঘ’র ঝিনাইদহ জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সমাজকর্মী রেজাউল ইসলামকে সভাপতি ও কেয়া রানী প্রামাণিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সাহানুর আলম, কেএম সালেহ, সরস্বতী সাহা, তাপস কুমার কুণ্ডু; যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাগর আহমেদ ও শোভন সাহা সবুজ; সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ, দপ্তর সম্পাদক আল-নাহিয়ান, নারী বিষয়ক সম্পাদক ডা. রুমানা খাতুন, ইভেন্ট সম্পাদক জাহান লিমন, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. রানা আহমেদ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বৃষ্টি শর্মা, স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আসমাউল হুসাইন চঞ্চল, ক্রীড়া সম্পাদক সাইফুজ্জামান তাজু, সমাজকল্যাণ সম্পাদক জাহিদ বিশ্বাস এবং কার্যকরী সদস্য অনুপম কুমার, খালিদ হাসান ও এখলাস হোসেন।
সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক অরিত্র কুণ্ডু, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. লিমন পারভেজ, কাঞ্চননগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ফজর আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জয়া রানী চন্দ, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি আব্দুল মতিন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিউটন বাইন।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি সামাজিক সংগঠন। এটি শীতবস্ত্র বিতরণ, দুস্থ পরিবারের মাঝে ইফতার ও খাবার বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচী, পথ শিশুদের পড়াশোনার ব্যবস্থাসহ নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।


