বাঁচার আশায় চিকিৎসা নিতে গিয়ে ব্যবসায়ী ফিরলেন সাদা কফিনে

বাঁচার আশায় চিকিৎসা নিতে গিয়ে ব্যবসায়ী ফিরলেন সাদা কফিনে

বাঁচার আশায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণের প্রদীপ নিভে গেলো মেহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবীব খোকন (৬৫)।

আহসান হাবিব হাবিব খোকন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গহরপুর গ্রামের মৃত সোলাইমান হোসেনের ছেলে।

এছাড়া সদর উপজেলার বারাদী বাজারের রাকা ইলেকট্রিক এন্ড ফার্নিচার এর সত্বাধিকারী।

সোমবার (২১ নভেম্বর) সকাল ৬ টার দিকে ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার ছেলে রাজু আহমেদ জানান, বাবা দীর্ঘদিন যাবৎ হার্টের সমস্যায় ভুগছিলেন। তার হার্টে দুটি রিং পরানো রয়েছে। সপ্তাহ খানেক তিনি শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ঢাকা যান। ঢাকায় চিকিৎসা নিতে গিয়ে তিনি ডেঙ্গু রোগে আক্রান্ত হন।

গতকাল রবিবার (২০ নভেম্বর) সকালের দিকে তার মলদ্বার দিয়ে রক্তক্ষরণ শুরু হলে পরিবারের লোকজন দ্রুত মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সন্ধ্যার দিকে তার অবস্থার ক্রমশ অবনতি হয়। রাতেই তাকে আবারো উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ঢাকা রেফার করেন।

ঢাকা বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ( সোমবার ) সকালে মৃত্যুবরণ করেন তিনি।