
মেহেরপুর জেলা রোভার স্কাউটসের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজকে সভাপতি, মেহেরপুর সরকারি কলেজের আরএসএল মোঃ আলমগীর হোসেনকে সম্পাদক এবং মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীরকে কমিশনার করে ২৯ সদস্য বিশিষ্ট জেলা রোভার কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শরীফ উদ্দিন (এল.টি) এবং রোভার অঞ্চলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. তৌফিক আহমেদ (এল.টি)। এছাড়া উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা রোভার এডহক কমিটির সদস্য সচিব এ কে এম আশিকুজ্জামান।
মেহেরপুর জেলা রোভার এর সাবেক সম্পাদক অধ্যাপক ফররুখ আহমেদের সঞ্চালনায় এছাড়াও এসময় রোভারের রেজিস্ট্রেশন নবায়নকৃত বিভিন্ন কলেজ ও মুক্তদলের সভাপতি এবং প্রতিটি দলের আরএসএলগণ কাউন্সিলর হিসেবে অংশগ্রহণ করেন।