বারোবাজারে বুড়িভৈরব নদীর উপর ব্রীজের সংস্কার জরুরী, জন দুর্ভোগ চরমে!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ি গেট সংলগ্ন বারোবাজার ও কাষ্টভাঙ্গা ইউনিয়নের মধ্য দিয়ে বহমান বুড়িভৈরব নদীর উপর ব্রিজটি আশু প্রয়োজন। দীর্ঘ ১৮ মাসের অধিক সময় ধরে এই ব্রীজটি ভেঙ্গে পড়ে থাকার কারণে জন দুর্ভোগ চরমে উঠেছে।

স্থানীয় জনসাধারণের সুবিধার্থে ভাঙ্গা ব্রীজের পাশ দিয়ে কালীগঞ্জ এলজিইডির তত্ত্বাবধানে বাঁশের সাকো তৈরি করা হলেও তা এখন চলাচলের অনুপযোগী।

ব্রীজটি ভাঙা থাকার কারণে দীর্ঘ ৪/৫ কিঃমিঃ ঘুরে জনসাধারণকে গন্তব্যে যেতে হচ্ছে। এই রাস্তাটি দিয়ে বারোবাজার, সাতমাইলসহ বিভিন্ন বাজার বা স্কুলে যেতে হলে অনেক বেগ পোহাতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দিরা বলেন, এভাবে আর চলতে পারছি না সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু দেখেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলজিইডি কতৃপক্ষ একটু সুদৃষ্টি দিলে স্থানীয় জনগন ও দূরদূরান্ত থেকে আগত পথচারীদের কষ্ট লাঘব হবে এমনটি মনে করে স্থানীয় বাসিন্দারা।