বার্সা কোচের চোখে ‘মেসি বনাম রোনালদো’

বার্সেলোনা ও জুভেন্টাসের চ্যাম্পিয়নস লিগ ম্যাচ দিয়ে দুই বছর পর প্রথমবার মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবারের এই ম্যাচের আগে মেসি না রোনালদো, কে সেরা- সেই বিতর্কে জড়াতে চান না বার্সা কোচ রোনাল্ড কোমান।

লা লিগায় মেসি-রোনালদো দ্বৈরথ এক অন্য পর্যায়ে চলে গিয়েছিল, যার শেষ হয় পর্তুগিজ উইঙ্গারের ঠিকানা বদলে। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ড্রর পর আবার ভক্তরা নড়েচড়ে বসেছিল দুজনের প্রতিদ্বন্দ্বিতা দেখতে। কিন্তু দুর্ভাগ্যবশত রোনালদো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তুরিনে দেখা হয়নি তাদের মুখোমুখি লড়াই। ২-০ গোলে বার্সাকে জেতাতে ওই ম্যাচে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন মেসি।

তবে এবার ন্যু ক্যাম্পে ফিরছেন রোনালদো। এই ম্যাচের আগে দুই ‘অবিশ্বাস্য’ প্রতিভাবান খেলোয়াড়ের শ্রেষ্ঠত্ব নিয়ে কোনও কথা বললেন না বার্সা কোচ। কোমান কেবল এই ম্যাচে তাদের খেলাটা উপভোগ করতে চান, ‘এটা চমৎকার যে এই দুই খেলোয়াড় দীর্ঘদিন ধরে বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে। তারা সেরা খেলোয়াড়, আমার মতে, গত ১০ থেকে ১৫ বছর ধরে। এতদিন ধরে সফল হওয়া অসাধারণ। তারা দুজনে প্রশংসার দাবি রাখে।’

দুজনের মধ্যে পার্থক্য খুব কম লক্ষ করেন বার্সা কোচ, ‘তারা আলাদা। কিন্তু গোল করা, হ্যাটট্রিক আর পুরস্কার জয়ে তাদের পরিসংখ্যান অবিশ্বাস্য। কে সেরা তা বলাটা বেমানান কারণ তারা অসাধারণ। তারা সেরা কিছু গোল আর শিরোপা দিয়ে আমাদের অনেক স্মরণীয় সন্ধ্যা উপহার দিয়েছে। আশা করি কাল রাতেও আমরা তাদের খেলা উপভোগ করতে পারবো।’

উল্লেখ্য, এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা ও জুভেন্টাস। তবে আজকের ম্যাচের ফলাফলে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। ড্র করলে বার্সেলোনাই গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আগের লেগে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছিল কাতালানরা। তাছাড়া পয়েন্ট তালিকায়ও এগিয়ে আছেন মেসিরা (বার্সেলোনা ১৫, জুভেন্টাস ১২)।