বিজ্ঞ সরকারি কৌশলী (জিপি) হলেন অ্যাড. মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু

চুয়াডাঙ্গা জেলার সরকারি কৌশলী (জিপি) হিসেবে গতকাল সোমবার থেকে দায়িত্ব পালন শুরু করেছেন অ্যাড. মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু।

অ্যাড. খন্দকার নাসির উদ্দিন মঞ্জু আলমডাঙ্গা গবিন্দপুর গ্রামের মরহুম খন্দকার রুহুল আমিন পির সাহেবের বড় ছেলে। তিনি ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। ছাত্রজীবনে ছিলেন তুখোড় ছাত্র নেতা। আলমডাঙ্গায় হাসপাতাল নির্মানের জন্য দীর্ঘ বছর আন্দোলন করেছেন।

তিনি জেলা আইন জীবি পরিষদের সদস্য। দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন মঞ্জু চুয়াডাঙ্গা জেলা আইনজীবি সমিতির নির্বাচনে সহ- সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়াও তিনি এজিপি সিহেবে দায়িত্ব পালন কালে ভারপ্রাপ্ত জিপি দায়িত্ব পালন করেছেন। চুয়াডাঙ্গা জেলার সরকারি কৌশলী (জিপি) হিসেবে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সলিসিটর কার্যলয় গত ২১ অক্টোবর সলিসিটর/জিপি/পিপি/-(চুয়াডাঙ্গা) ৫৩/২০০৯-১১৭ সরকারি কৌশলী হিসেবে নিয়োগ দিয়েছেন।

আলমডাঙ্গা প্রতিনিধি: