বিপাকে কাজী হায়াৎ

গুণী চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক কাজী হায়াৎ। দীর্ঘদিনের ক্যারিয়ারে ‘দাঙ্গা’, ‘ইতিহাস’, ‘অন্ধকার’সহ অর্ধশত সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। কাজের সম্মাননা হিসেবে পেয়েছেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি তিনি তার ক্যারিয়ারের ৫০তম চলচ্চিত্র নির্মাণ করছেন সুপারস্টার শাকিব খানকে নিয়ে। তবে হঠাৎ বেফাঁস মন্তব্য করে রোষানলের শিকার হয়েছেন চলচ্চিত্রের এই ব্যক্তিত্ব।

সম্প্রতি মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের তিনি ‘চামচা’ বলে অভিহিত করেন। কাজী হায়াৎ একটি ভিডিও বার্তায় বলেন, আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের দুটি ডিপার্টমেন্ট ‘মেকআপম্যান’ ও ‘স্টিল ফটোগ্রাফার’। এদের যারা প্রধান থাকেন তারা সাধারণত নায়ক-নায়িকা, প্রযোজকদের মোসাহেবি করে, বাংলা কথায় চামচামি করে। যদিও ‘চামচামি’ বলার জন্য অনেকে আমার ওপর রাগ করতে পারেন। তাদের তো বিবেক আছে, ব্যক্তিত্ব আছে। তাদের ব্যক্তিত্বে আঘাত লাগে না চামচামি করতে? আমার পক্ষ থেকে আমি বলব, আমার বয়স ৭৩। ৫০তম ছবির কাজ চলছে। এখনই তো আমার বলার সময়। আমি ছাড়া বলার আর কেউ নেই।

কাজী হায়াতের এমন মন্তব্যে চটেছেন মেকআপম্যান ও স্টিল ফটোগ্রাফারদের অনেকেই। তারা ফেসবুকে প্রসঙ্গটি নিয়ে সমালোচনা করছেন। এ প্রসঙ্গে স্টিল ফটোগ্রাফার জিডি পিন্টু ফেসবুক স্ট্যাটাসে লেখেন, গীবত আর দম্ভোক্তির কিছু অডিও। কী উদ্ভট উম্মত্ত অবিমৃষ‌্যকারিতায় দীর্ঘদিনের মধুর সম্পর্ক, শ্রদ্ধা আর ভালোবাসার নিকুঞ্জের সিংহদ্বারের খিলি এঁটে দেওয়া হলো। চলচ্চিত্রের অবহেলিত দুটি পেশাজীবী শিবিরে এখন শুধু ক্ষোভ। এখন থেকে তার কোনো ছবিতে স্থির চিত্রযন্ত্রের শাটারের শব্দ হবে না, ফ্ল্যাশও জ্বলবে না।