বিস্ফোরকের ব্যাপারে লেবাননকে আগেই সতর্ক করেছে মার্কিন ঠিকাদার

চার বছর আগেই লেবাননকে বিস্ফোরক মজুদের ভয়াবহতা সম্পর্কে সতর্ক করেছিল এক মার্কিন ঠিকাদার।

মঙ্গলবার এক মার্কিন কর্মকর্তা গণমাধ্যমকে এ কথা জানান। খবর আরব নিউজের।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগে এ নিয়ে ৪ পৃষ্ঠার একটি গোপন প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

মার্কিন ওই ঠিকাদার ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত বৈরুতের বন্দরে লেবাননের নৌবাহিনীর জন্য স্থাপনা নির্মানের কাজ করেন।

তথনই তিনি ওই বিপুল পরিমাণ বিস্ফোরকের ব্যাপারে বন্দর কর্তৃপক্ষকে অভিহিত করেন বলে জানান। কিন্তু লেবানন কর্তৃপক্ষ এতে কর্ণপাত না করায় চরম মূল্য দিতে হয় তাদের।

গত মঙ্গলবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে ২২০ জনেরও বেশি নিহত ও ছয় সহস্রাধিক মানুষ আহত হয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ আছেন দেড় শতাধিক মানুষ। সূত্র-যুগান্তর