বৃষ্টি কন্যা- মেশকাতুন নাহার

নীল গগনে আঁধার কালো
মেঘ বালিকা ওই,
টাপুর টুপুর নৃত্য ছন্দে
বৃষ্টি হয় থই-থই।

কালো শাড়ি পরে মেয়ে
গায়ে অগ্নি সাজ,
ঝড়ো হাওয়ায় অঝোর ধারায়
চলছে বয়ে আজ।

পাগলী মেয়ে প্রলয় তালে
টিপ টিপ নাচে মন ,
ঝিরিঝিরি শীতল ফোঁটায়
হারায় কিছু ক্ষণ।

সবুজ ক্ষেতে ভিজে কন্যা
নুপুর পায়ে যায়,
কাদা মাটি মেখে বৃষ্টি
সুখের গীতি গায়।

অপরূপ সাজ ধারণ করে
প্রকৃতির নব বুক,
ক্লান্তি গ্লানি ধুয়ে মুছে
ভরে উঠে সুখ।