বোতল সমর্থকের কাণ্ড

বোতল প্রতীক গায়ে জড়িয়ে কেন্দ্রের বাইরে ঘুরছিলেন যুবক। হঠাৎ ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়লেন। কিছুক্ষণ গাড়িতে বসিয়ে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাকে।

ঘটনাটি ঘটে ৪নং ওয়ার্ড ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার হেলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

যুবক শরিফুল ইসলাম হেলাই গ্রামের আনসার আলীর ছেলে।

এ সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা তাকে একটি গাড়িতে বসিয়ে রাখার নির্দেশ দেন।

এর ১০ মিনিট পর ওই যুবক প্রায় ২০০ বোতল দিয়ে বানানো প্রতীক ভাঙতে বলেন। এর পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকালে থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কোথাও ভোটারের দীর্ঘ লাইন চোখে পড়েনি। এখনও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেলা রিটার্নিং কর্মকর্তা রোকুনুজ্জামান জানান, ভোটকেন্দ্রে বিজিবি, পুলিশ, আনসার, ইস্টাকিং ফোর্স, মোবাইল কোট, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত করা হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা নির্বাচনে চার মেয়রপ্রার্থী, নয়টি সাধারণ ওয়ার্ডে ৫০ জন পুরুষ কাউন্সিলর ও তিনটি সংরক্ষিত আসনে ৯ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কালীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৫৬ এবং নারী ২০ হাজার ৪২১ জন।