ভারতে একদিনে আরও ৯২৬ মৃত্যু, নতুন শনাক্ত ৭৩২৭২

করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৬ জন মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ সাত হাজার ৪১৬ কোভিড রোগীর মৃত্যু হলো।

এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ হাজার ২৭২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন। মোট সুস্থ ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যম আরও জানায়, সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তামিল নাড়ু, উত্তর প্রদেশ ও দিল্লি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে আট কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৬৯৮টি নমুনা।