ভেড়ামারায় খাদ্য সামগ্রী পেলো ইজিবাইক চালকরা

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন হয়ে পড়া পাখিভ্যান,অটোরিকশা, সিএনজি ও অটোমেকানিক শ্রমিক মোট ৬০০ জনকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ভেড়ামারা উপজেলা মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আখতারুজ্জামান মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ জানান, করোনাভাইরাসে সব থেকে ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তাদের মধ্যে অন্যতম পাখিভ্যান,অটোরিকশা, সিএনজি ও অটোমেকানিক শ্রমিক। এদের তালিকা করে মোট ৬শ জনের প্রত্যেককে চাউল ও কাঁচাবাজার প্রদান করা হয়।

তিনি জানান, উপজেলায় এসব চালক শ্রমিকদের খাদ্য সহায়তা হিসেবে সহায়তা করেছেন কুষ্টিয়া-২ আসনের মাননীয় সংসদ হাসানুল হক ইনু, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়রের ব্যক্তিগত তহবিল ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৬ শ জনের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।