মাশরাফি ভাই জীবন্ত কিংবদন্তি, তিনি আমার আইডল’

বাংলাদেশ দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে নিজের আইডল হিসেবে ভাবেন জাতীয় নারী দলের তারকা অলরাউন্ডার জাহানারা আলম।

সম্প্রতি ভারতীয় ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকারকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে জাহানারা আলম বলেন, আমার কাছে সেই ধরনের কোনো আইডল নেই। আমার একজন কোচ আমাকে ইউটিউবে কিছু ভিডিও দেখানোর পরে আমি ব্রেট লির বোলিং দেখে মুগ্ধ হয়েছি। তিনি গতি এবং সুইংয়ের জন্য সেরাদের মধ্যে অন্যতম ছিলেন। আমি বোলিংয়ে তাকে অনুসরণ করতাম।

দেশের হয়ে ৩৭টি ওয়ানডে আর ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা ২৭ বছর বয়সী এ অলরাউন্ডার আরও বলেন, ব্রেট লির বোলিংয়ের ভিডিও দেখার পর থেকেই আমি সেরা খেলোয়াড়দের শনাক্ত করতে শুরু করি। প্রতিটি দেশ থেকে, আমি দুই থেকে তিনজন ক্রিকেটারকে অনুসরণ করে থাকি।

জাতীয় দলের সাবেক এ অধিনায়ক মাশরাফি প্রসঙ্গে বলেন, মাশরাফি ভাইয়াকে আমি খুব পছন্দ করি। তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তিনিই আমার একমাত্র আইডল। আমি তার প্রতিটি বিষয় পছন্দ করি, তবে এমন নয় যে আমি তার মতো সবকিছু করতে চাই।

আরও খবর