
কুষ্টিয়ায় ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ মোঃ সাকিল সর্দার নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের শামুখিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত সাকিল সর্দার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের শামুখিয়া এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাকিল সর্দারকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। সে চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানান তিনি।
আটককৃত সাকিল সর্দােরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
এদিকে জেলা পুলিশ সুপার (এসপি) খাইরুল ইসলামের নির্দেশনায় কুষ্টিয়া মডেল থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।


