মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর মেহেরপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটির আত্মপ্রকাশ

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর মেহেরপুর জেলা শাখার পূর্নাঙ্গ কমিটির আত্মপ্রকাশ করেছে। শুক্রবার মেহেরপুর জেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম রাজিব এর নেতৃত্বে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কমিটির আত্মপ্রকাশ করে।

গত ২২ মার্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আসাদুজ্জামান ও সাধারণ মেজবাহ উদ্দিন সাক্ষরিত রাজিবকে সভাপতি ও সোহাগকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি রাজু আহমেদ লিটন, সহ সভাপতি শাহাবুল ইসলাম, মিনারুল ইসলাম মিনার, আলি হোসেন, শওকত আলী, আলাউদ্দিন, রিপন মিয়া, যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন সবুজ, আবু আলহা বিন হাবিব, ফারুক উদ্দিন তপু, মিরাজুল ইসলাম, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক ডিউকুজ্জমানান তুহিন,

সুজাউদ্দিন সুজন, সাদ্দাম হোসেন, ফরিদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহানুর রহমান, দপ্তর সম্পাদক ফয়সাল হাসান, অর্থ বিষয়ক সম্পাদক আলামিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জাব্দুর রহিম, কৃষি বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী সাজেদুর রহমান, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক আশিক পারভেজ সেতু,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া ইসলাম, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাসুদ রানা, আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, শিল্প বিষয়ক সম্পাদক সাজেদুল ইসলাম সাজু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আল-ফাহাদ রুপম, শ্রম ও জনসংখ্যা সম্পাদক ফিরোজ শেখ,

প্রচার ও প্রকাশনা উপ সম্পাদক মেহেদী হাসান, দপ্তর উপ সম্পাদক ইয়াসিন আলী, সহ সম্পাদক সুজন জোয়ার্দার, ফয়সাল বাশার, রায়হানুল ইসলাম, পিয়ার আলী, জাহিদ হাসান, খুরশিদ আলম, জহিরুল ইসলাম, শেখ গাদ্দফী, সুমন মন্ডল, আজাদ বিশ্বাস, সজীব আহমেদ, জাহিদ হাসান রঞ্জু।

এ ছাড়াও ২৩ জন সদস্য রয়েছে।