মুখোশের আড়ালে - দিলারা জাহান

মুখোশের আড়ালে – দিলারা জাহান

মুখোশের আড়ালে থাকে
কতনা ঢাকা মুখ,
ওদের জন্য ভালো মানুষ গুলো
পায়না কোন সুখ।
মুখ ঢাকা লোকে দেখি
ভরা বাংলাদেশ,
শহর বন্দর গ্রামে গঞ্জে
আছে ওরা বেশ।

বোঝা যায় না চলা ফেরা
যায় না বুঝা গতি,
কেউ জানে না কখন ওরা
করে কার ক্ষতি।

পরের ভালো দেখতে পারেনা
ওরা একদম,
ভালো লোকের মন্দ করে
ওরা হরদম।

সমাজের যারা ভালো করে
তারা শত্রু ওদের,
ভালো লোকের চেয়ে না কি
ওরা ভালো ঢের।

কার পিছে কখন লাগে
তারা ও নাহি বুঝে,
কাকে কখন হেনস্থা করবে
সেই ফঁন্দি খুঁজে।

মুখোশ ধারী মানুষ গুলো
নষ্ট করে সম্মান,
সমাজে যে সেখানে থাকেন
ওদের থেকে সাবধান।

চরিত্র বলে ওদের ভাই
নাই কোন কিছু,
তবু ওরা নিবেই নিবে
চরিত্র বানের পিছু।

মুখোশধারীদের এসো
করি সকলে বয়কট,
তাহলেই কমে যাবে
এই সমাজের ফ্রট।