“মুজিবকে মনে পড়ে”- সাইমা আজগর সামিয়া

মুজিব তুমি বিস্ময়,
মুজিব তুমি প্রদীপ।
আলোর দিশা তুমি
চেয়েছিলে দেখতে সোনায় মোড়ানো
সজীব বাংলাকে
চেয়েছিলে দেশের মানুষের জন্য
অধিকার প্রতিষ্ঠা করতে।
তাইতো,
নিজেকে বলিদান করে
করেছো কারাবরণ।
তাইতো,
বলেছো মুক্তির পদ্য-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”।
বাঙালি জাতি হয়েছে উৎগ্রীব
তোমার পদ্য শুনে।
জনক!
তুমি আজ নেই