মুজিবনগরের রশিকপুরে ভৈরব নদী থেকে অবৈধ বাধ অপসারণ, জরিমানা আদায়

মেহেরপুরের মুজিবনগর উপজেলার রশিকপুরে ভৈরব নদ থেকে অবৈধ ভাবে বাদ দিয়ে মাছ শিকার করায় আনারুল ইসলাম নামের একজনের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধ বাধ অপসারন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি। দন্ডপ্রাপ্ত আনারুল ইসলাম মুজিবনগর উপজেলার মৃত রশিকপুর গ্রামের মৃত সুলতান শেখের ছেলে।

নির্বাহী অফিসার জানান, কয়েক মাস ধরে আনারুল ইসলাম অবৈধ ভাবে ভৈরব নদে বাধ দিয়ে মাছ ধরে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

পরে অবৈধ ভাবে ভৈরব নদে বাধ দিয়ে মাছ ধরার অপরাধে মৎস রক্ষা ও সংরক্ষন আইনে আনারুলের কাছ থেকে ২ হাজার টাকা জরিমান আদায় করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্থাপন করা বাঁশ দিয়ে তৈরিকৃত বাধ অপসারন করা হয়।

মেপ্র/ইএম