
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার সংলগ্ন অবস্থিত বিবিই ইটভাটা প্রাঙ্গন থেকে একটি ট্রাক্টর চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ চুরির ঘটনা ঘটে। ভাটার মালিক ফজলু মিয়া জানান, ইটভাটার সিসিটিভি ফুটেজে দেখা গেছে—কালো কাপড় দিয়ে মুখ বাঁধা, জিন্স ও শার্ট পরিহিত এক ব্যক্তি ট্রাক্টরটি চালিয়ে নিয়ে যায়।
চুরি হওয়া ট্রাক্টরের ইঞ্জিনটি লাল রঙের মাহিন্দ্রা কোম্পানির এবং এর সঙ্গে সংযুক্ত ট্রলিটি হলুদ রঙের। ট্রাক্টরটির আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে জানান ভাটার মালিক।
এ ঘটনায় তিনি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

