মুজিবনগরে ঋণের কিস্তি আদায়ে সাময়িক বন্ধ রাখার নির্দেশ

সারাদেশের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের প্রভাবে সাময়িকভাবে মুজিবনগরে সকল ইনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি আদায়ে সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েঝছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে উপজেলা এনজিও বিষয়ক কমিটির মিটিং এ সকল এনজিও প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তক্রমে উপজেলা এনজিও বিষয়ক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি এক স্বাক্ষরিত বিঙ্গপ্তির মাধ্যেমে এ ঘোষনা দেন।

উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি মেহেরপুর প্রতিদিনকে জানান, সারাদেশের ন্যায় বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রামন দেখা দিয়েছে।করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সারাদেশ প্রায় স্থবির হয়ে পরেছে। এতে সাধারন জনগনের রোজগার কমে গিয়েছে,এমনকি অনেকের দৈনন্দিন আয় বন্ধ হয়ে গিয়েছে।

বিশেষ করে নিম্নআয়ের মানুষের পরিস্থিতি আরও খারাপ।ফলে এ পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের জন্য এনজিও ঋণের কিস্তি দেওয়া প্রায় অসম্ভব হয়ে পরেছে। তাই সাধারন জনগনের কথা চিন্তা করে উপজেলা এনজিও প্রধানদের সাথে মিটিং এ আলোচনা করে সকলের সিদ্ধান্তক্রমে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া প্রযন্ত কিস্তি বন্ধ রাখার ঘোষনা দেওয়া হয়।