মুজিবনগরে ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন, শাকসবজি, গ্রীষ্মকালীন পেঁয়াজ, ক্ষতিগ্রস্ত কলা, এয়ার ফ্লো মেশিন ও পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য পেঁয়াজ বীজ (কন্দ) কৃষক পর্যায়ে প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে মুজিবনগর উপজেলা প্রশাসন ও মুজিবনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন এর সভাপতিত্বে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তারিক আজিজ, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স।
২০২৪-২৫ অর্থবছরের উপজেলার ১১শত ৩০ জন প্রান্তিক কৃষক কে ৫ কেজি ধান বীজ, ডিএপি ১০ কেজি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়েছে।
কৃষি প্রণোদনার আওতায় পেঁয়াজ এর উৎপাদন বাড়াতে এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩ হাজার প্রান্তিক চাষীকে ১ কেজি করে পেয়াজ বীজ, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি এবং ১ কেজি বালাইনাশক প্রদান করা হয়েছে। এছাড়া পেঁয়াজ সংরক্ষণের জন্য ৩০ জন চাষীকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়েছে।
দেশীয়ভাবে পেঁয়াজের বীজ (কন্দ) উৎপাদনের জন্য কৃষি প্রণোদনার আওতায় ৫০ জন পেঁয়াজ বীজ চাষীকে ১৬০ কেজি করে বীজ পেঁয়াজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি সার এবং ১ কেজি বালাইনাশক প্রদান করা হয়েছে।
এছাড়া উপজেলায় শাকসবজির উৎপাদন বাড়াতে ২শত ২৫গ্রাম করে ৫ রকমের শাক সবজির বীজ, ৫ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
পুনর্বাসন কর্মসূচির আওতায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ১হাজার কলা চাষীদের মাঝে ১০ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি, ১ কেজি দস্তা, ১ কেজি বোরণ এবং ২ কেজি কীটনাশক বিতরণ করা হয়েছে।