মুজিবনগরে গুডনেইবার্স কর্তিক স্পনসরড শিশুদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ

মেহেরপুরের মুজিবনগরে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস কর্তিক স্পনসরড শিশুদের মাঝে জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়ছে।

মঙ্গলবার সকালে গুডনেইবার্স বল্লভপুর প্রজেক্ট অফিস প্রঙ্গনে ২য় পর্যায়ে বাংলাদেশে কোভিড ১৯ করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ও লকডাউনের কারনে ক্ষতিগ্রন্ত ৭৭৫ জন স্পনসরড শিশুর পরিবারসমূহে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুডসেইবার্স বাংলাদেশ, মেহেরপুর সিভিপি তার কর্মএলাকায় জরুরী খাদ্য ও হাইজিন উপকরণ সহায়তা প্রদান শুরু করে।

মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ সব উপহার সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন।

এ সময় বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, গুডনেইবার্স মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার লিংকন রায়, ৬ নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস উপস্থিত ছিলেন।

শিশুর স্বাস্থ্য ও নিরাপত্তা অগ্রাধিকার দিয়ে ৭৭৫ জন শিশুর পরিবারকে ভাতের চাল, পোলাও চাল, সয়াবিন তৈল, মুসুর ডাল, লবন, চিনি, সেমাই, লাইফবয় সাবান, ডিটারজেন্ট পাউডার এই সব উপহার প্রদান করা হয়।