মুজিবনগরে নানা আয়োজনের মধ্যদিয়ে ৪৮ তম সমবায় দিবস পালিত

আলোচনা সভা, র‌্যালী ও সমবায়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মধ্যে দিয়ে মুজিবনগরে ৪৮ তম সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনয়াতনে এক আলোচনা সভা ও সেরা সমবায় সমিতির মধ্যে পুরষ্কার বিতরন করা হয় ।

তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার উসমান গনির সভাপতিত্বে “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্য সামনে রেখে শীর্শক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শামীম রেজা, গোপালনগর কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আঃ রাজ্জাক, সিডিবি চেয়ারম্যান সাহাবুদ্দীন,দারিদ্র বিমোচন অফিসার প্রসেনজিৎ কুমার ঘোষ, অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার আঃ রশিদ প্রমুখ।

এর আগে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোল করা হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার উসমান গনী পতাকা উত্তোলন করেন।

মুজিবনগর অফিস