মুজিবনগরে প্রথম স্ত্রীর পর দ্বিতীয় স্ত্রী ও বিষপানে আত্মহত্যা

প্রথম স্ত্রী জোহুরা খাতুন বিষ বছর পূর্বে পারিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যা করেন। এবার একই কারণে দ্বিতীয় স্ত্রী শাহিনুর খাতুনও (৫০) বিষপানে আত্মহত্যা করেছেন। শাহিনুর খাতুন মুজিবনগর উপজেলার ইসমাইল হোসেনের স্ত্রী।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালের দিকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গত ১ সেপ্টেম্বর) সকালের দিকে স্বামীর সাথে ঝগড়ার জের ধরে শাহিনুর খাতুন বিষপান করেন। তাকে পরিবারের লোকজন উদ্ধার করে প্রথমে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ৩ দিন চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরে আসেন। বিকালের দিকে আবারো অসুস্থ্য হয়ে পড়লে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকালের দিকে মারা যান তিনি।

স্থানীয়রা জানান, ইসমাইল হোসেনের প্রথম স্ত্রী জোহুরা খাতুন দুই সন্তান ফেলে বিষ বছর পূর্বে বিষপান করে আত্মহত্যা করেন। এরপর দ্বিতীয় বিয়ে করেন শাহিনুরকে। শাহিনুর খাতুনেরও তিন সন্তান রয়েছে। স্বামী ইসমাইল হোসেনের সাথে ঝগড়ার জের ধরে সেও বিষপান করে আত্মহত্যা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।