মুজিবনগরে বীর মুক্তিযোদ্ধা মহাসিন আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

মেহেরপুরের মুজিবনগরে বীর মুক্তিযোদ্বা মহাসিন আলীর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন মুজিবনগর উপজেলার সকল মুক্তিযোদ্বারা।

শনিবার সকাল ১০ টায় উপজেলার মোনানখালী ইউনিয়নের শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে রাষ্টীয মর্যাদায় গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এ সময় পুলিশের একটি চৌকষ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিহগলে করুণ সুর বেজে উঠে।
মুজিবনগর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এসময় মুজিবনগর থানার ওসি আবদুল হাসেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল জলিল, সাবেক ইউনিয়ন কমান্ডার আহসান আলী, ক্যাপ্টেন (অব.) আব্দুল মালেক, আফজাল হোসেন, ছাবদার আলী সহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা মহাসিন আলী (৭০) শুক্রবার বিকাল ৪টার সময় নিজ বাড়িতে ক্যানসার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদীন যাবৎ অসুস্থ্য থাকার পরে মৃত্যুবরণ করেন ।

মুক্তিযোদ্বা মহাসিন আলী মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মৃতঃ আহসান আলী খাঁনের ছেলে। মৃত্যুকালে স্ত্রী, ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
-মুজিবনগর অফিস