মুজিবনগরে রাস্তায় মাটি ফেলে জন দুর্ভোগ সৃষ্টি নির্বাহী অফিসারের পদক্ষেপ

মুজিবনগরে রাস্তায় মাটি ফেলে জন দুর্ভোগ সৃষ্টি

গত বৃহস্পতিবার রাতে হঠাৎ বৃষ্টিতে মুজিবনগর মেহেরপুর মহাসড়কে ইটভাটায় মাটি পরিবহনের সময় রাস্তায় পড়ে থাকা মাটি পিচ্ছিল হয়ে বিপদজনক হয়ে ওঠে। সৃষ্টি হয় জনদুর্ভোগের। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস তড়িৎ পদক্ষেপে গ্রহন করে অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি ভাটার মালিকদের দিয়ে রাস্তা পানি দিয়ে ধুয়ে পরিস্কার করে নেন। সেই সাথে ভবিষ্যতে রাস্তায় মাটি ফেলে দুর্ভোগ সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনআনুগ ব্যাবস্থা গ্রহন করা হবে বলে সতর্ক করেন।

এ সময় উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন এবং মুজিবনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা উপস্থিত ছিলেন।