মুজিবনগরে সীমিত আকারে মহান বিজয় দিবস পালিত

করোনা মহামারীতে মুজিবনগরে তপধনী,জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে সীমিত আকারে পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।

এ উপলক্ষে বুধবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর সৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করেন মুজিবনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার,মুজিবনগর থানার পক্ষে অফিসার ইনচার্জ আব্দুল হাশেম,মুক্তিযোদ্ধাদের পক্ষে মুজিবনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ।

এদিকে, একই ব্যানারে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ,উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদুর নেতৃত্বে উপজেলা যুবলীগ,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেন বিপ্লবের নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবকলীগ,উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলুর নেতৃত্বে উপজেলা ছাত্রলীগসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ অংগসংগঠনের নেতৃবৃন্দ মুজিবনগর সৃতিসৌধে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন।

পুষ্পমাল্য অর্পন শেষে জাতীয় সঙ্গীত এর সাথে সাথে পতাকা উত্তোলন করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এর আগে ৩১ বার তপধনীর মধ্যে দিয়ে দিবসটির শুভসূচনা করা হয়।