
জেলা প্রশাসকের উদ্যোগে নরমাল ডেলিভারিকে উৎসাহিত করতে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান ও মাকে শুভেচ্ছা উপহার প্রদান করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন।
গতকাল শুক্রবার বিকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নে জেলা প্রশাসকের সৌজন্যে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম নেওয়া সন্তান ও মা এর জন্য শুভেচ্ছা উপহার প্রদান করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল।
বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস, বাগোয়ান, ষোলমারী ও নাজিরাকোনা গ্রামের মোট পাঁচজন মা ও শিশুকে জেলা প্রশাসকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
জেলা প্রশাসকের পক্ষ থেকে উপহার পাওয়া মা ও শিশুরা হলেন, আনন্দবাস ৯নং ওয়ার্ড এর হাসিবুল ও তামান্না খাতুন দম্পতির দ্বিতীয় নবাগত সন্তান তাবাসসুম খাতুন, আনন্দবাস ৭ নং ওয়ার্ডের শ্রী সুদেব সাহা ও শ্রীমতি কুমারী লাবনীর বালা দম্পতির নবগত দ্বিতীয় সন্তান শ্রী স্বপন সাহা, ষোলমারি ৫ নং ওয়ার্ডের অন্তর মল্লিক ও মোহনা খান দম্পতির প্রথম সন্তান অদিতি মল্লিক, বাগোয়ান ৫ নং ওয়ার্ডের আনারুল ইসলাম ও শ্যামলী খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান নূর মোহাম্মদ ইসলাম।


