মুজিবনগরে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষন শুরু

মুজিবনগরে নিরাপদ উপায়ে সবজি ও ফল চাষ এবং সংগ্রহোত্তর ব্যবস্থাপনার বিষয়ে ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষন শুরু হয়েছে। মুজিবনগর উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষন হল রুমে ২০২০/২১ অর্থ বছরে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ শুরু হয়। মঙ্গলবার সকাল ১০ টার দিকে মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ প্রশিক্ষনের উদ্বোধন করেন।

এ সময় মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিছুজ্জামান খাঁন,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিছুর রহমান এবং আসিফ ইকবাল অংশগ্রহন কারী কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন। ৩ দিন ব্যাপি কৃষক প্রশিক্ষণে উপজেলার ৩০ জন কৃষক কৃষাণী অংশ গ্রহন করছেন।