মুজিবনগরে ভ্রাম্যমান আদালতে ৩ জনের ৬ মাসের জেল

মুজিবনগর গাঁজা বিক্রয় ও সেবন করার অপরাধে ৩ জনের ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার সময় দারিয়াপুর খাঁনপুর কালিতলা নামক স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক ইত্তখার মোহাম্মদ ওমায়ের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম অভিজান চালিয়ে গাঁজা বিক্রয় ও সেবন করা অবস্থায় ৩ জন আটক করে।

সাথে থাকা আরো একজনকে আটক করে কোন আলামত না পাওয়ায় স্থানীয় জনগনের সুপারিশে ছেড়ে দেয়া হয়। আটককৃত ব্যাক্তিরা হলো মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার খাঁনপুর গ্রামের মহাদেব পাত্রের ছেলে কাত্তিক কুমার পাত্র(৩৫) ও একই গ্রামের মৃতঃ আলম শেখের ছেলে আবুল হোসেন (৫০) ও ছয়তুল্লার ছেলে আসকার আলী (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রর আইন ২০১৮ মোতাবেক দোষী সাবস্থ্য হওয়ায় ৩ জনের ৬ মাস করে জেল দেয়া হয়। ভ্রাম্যমান পরিচালনা করেন এক্সজেগেটিক ম্যাজিস্ট্রেট সুজন দাস গুপ্ত।

মুজিবনগর প্রতিনিধিঃ