মেদেনিপুরের ওরশ শেষে বিশেষ ট্রেন ফিরেছে বাংলাদেশে

মেদেনিপুরে ওরশ শেষে বিশেষ ট্রেন বাংলাদেশে ফিরেছে। গতকাল রবিবার দুপুরে দর্শনা আন্তর্জাতিক রেলপথ দিয়ে মেদেনিপুরের স্পেশাল ট্রেন ওরশের বিশেষ দোয়া শেষে দেশে ফিরেছে।

দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ নাইম শেখ জানান, ভারতের মেদেনিপুরের হযরত আলি আব্দুল কাদের আল হাসানি আলবাগদাদির ১শ২২ তম ওরশ শেষে গতকাল রবিবার বেলা সাড়ে বারটার দিকে দর্শনা সীমান্ত পার হয়ে আসে। পরে কাস্টমস ও ইমিগ্রেশন শেষে বেলা আড়াইটার দিকে ২৪টি বগিতে ২হাজার ১শ৫২জন যাত্রী নিয়ে দর্শনা ত্যাগ করেন।

আনজুমান -ই-কাদরিয়া সংগঠনের বাংলাদেশ শাখার সাধারন সম্পাদক আব্দুল আজিজ কাদরিয়া খোকন জানান ১৯০২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার ধর্মপ্রান মুসলমানেরা ভারতের মেদেনিপুরের ওরশে যোগদান করে থাকেন, এবারো দু দেশের রেলওয়ে কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রেনটি ভারত ঘুরে আসলেন।