মেহেরপুরের কামদেবপুরে মানসিক ভারসাম্যহীন মায়ের আঘাতে মেয়ের মৃত্যু

মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের  মানসিক ভারসাম্যহীন মায়ের আঘাতে মেয়ে কল্পনা খাতুন(১১) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে। ঘটনার পর মা নাজমা খাতুন(৩০) কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নাজমা খাতুন কামদেবপুর গ্রামের মাদার আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নাজমা খাতুনের জ্বীনের আচড় লাগে মাঝে মাঝে। এসময় সে বিভিন্ন উদ্ভট আচরণ করে। মঙ্গলবার কোন এক সময় তার মেয়ে কল্পনাকে মারধর করে। অতিরিক্ত পেটানোর ফলে সে মারা যায়। পরে সদর থানায় খবর দিলে এস আই হারুন এসে লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, আমি ঘটনাটি শুনেছি। লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে মৃত্যুর আসল কারন। এ ঘটনায় নিহত কল্পনার মা নাজমা খাতুন কে থানায় নিয়ে আসা হয়েছে।
মেপ্র/এমএফআর