মেহেরপুরের চলমান সমস্যা উদঘাটন ও সমাধানে এডভোকেসী প্লানিং সভা অনুষ্ঠিত

মেহেরপুরের বিভিন্ন চলমান সমস্যা তুলে ধরে সমাধান কল্পে এক এডভোকেসী অ্যাকশন প্লানিং সভা গতকাল সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর আয়োজনে এ সভায় মেহেরপুর জেলা শহরের চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরে সমাধানের উপর পরিকল্পনা গ্রহণ করা হয়।
বিশেষ করে মেহেরপুর পৌরসভাধীন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোর সামনে স্প্রীড বেকার না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে, এছাড়া যত্রতত্র অটো ছড়িয়ে-ছিটিয়ে রাখায় ও শহরের মধ্যে আলগামন, করিমন, নছিমন ও পাখিমন নির্র্বিঘ্নে চলাচল করাই যানযট সহ পথ দুর্ঘটনা ঘটছে। এবং কিশোর বয়সী ছেলেরা বেপরোয়াভাবে মোটরবাইক চালিয়ে ছোট ছোট দুর্ঘটনা ঘটিয়ে চলেছে। ফলে এ সমস্যা সমাধানে একটি পরিকল্পনা গ্রহন করা হয়।

অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামীম আরা হীরা, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট মারুফ আহমেদ বিজন, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোমিনুল ইসলাম ও পৌর বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন।

গভায় রাজনীতিবিদ, সাংবাদিক, জন প্রতিনিধি সহ বিভিন্ন পেশাজীবী গণ অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর খুলনা অঞ্চলের প্রোগ্রাম অফিসার রুবাইয়াত হাসান ’’।

মেপ্র/আরপি