মেহেরপুরের ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল ওয়াশ বিষয়ক কর্মশালা

মেহেরপুরের ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্কুল ওয়াশ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি), প্যারেন্টস টিচার্স এসোসিয়েশন (পিটিএ) এবং শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১১টার সময় মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা সালেহীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যনেজিং কমিটির সভাপতি মো: আবুল কাশেম ভদ্র।

এ সময় আরো উপস্থিত ছিলেন- স্কুল ম্যানেজিং কমিটি সদস্য বৃন্দ সহ প্যারেন্টস টিচার্স এসোসিয়েশন কমিটির সদস্যবৃন্দ এবং শিক্ষক-শিক্ষিকা, স্টুডেন্টস ক্যাবিনেটের সদস্যবৃন্দ সহ শিক্ষার্থীরা।

স্কুল ওয়াশ বিষয়ে এসএমসি, পিটিএ এবং শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক কর্মশালাটি পরিচালনা করেন- এসকেএস ফাউন্ডেশনের সহকারী প্রকল্প সমন্বয়কারী মো: এনামুল হক, এবং এসকেএস ফাউন্ডেশন প্রজেক্ট অফিসার শারমীন বেগম।

মেপ্র/আরপি