মেহেরপুরের শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বাল্য বিয়ে মুক্ত দিবস পালন

মেহেরপুর জেলা বাল্যবিবাহ মুক্তদিবসের বছরপূর্তি উদযাপন করেছে শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

এ উপলক্ষে বৃহস্পিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব রহমানের নেতৃত্বে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শোলমারী গ্রাম প্রদক্ষিন করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে একটি আলোচনা সভা করা হয়।

সভায় বক্তব্য দেন প্রধান শিক্ষক মাহবুব রহমান, সহবারী শিক্ষক আব্দুল আলিম, ফারুক হোসেন, মর্তুজা ফারুক।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকরী শিক্ষক আব্দুল জাব্বার, আফরোজা সুলতানা, মমতাজ পারভিন, শরিফুদ্দিন, জিয়াউর রহমান, রিপন আলী সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মেপ্র/এমএফআর