মেহেরপুরের শোলমারী সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ !

মেহেরপুর সদর উপজেলার শোলমারী সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে থেকে মিলন আলী নামের এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা। তবে বিজিবি পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিলেও ধরে নিয়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত নয় বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের করিমপুর থানার নন্এদনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ধরে নিয়ে গেছে বলে জানিয়েছে মিলনের পরিবার। এঘটনার পর থেকে বিজিবি ওই বাংলাদেশীকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে। আজ বৃহস্পতিবার উভয় পক্ষের মধ্যে পতাকা বৈঠকের কথা রয়েছে।

আটক বাংলাদেশী মিলন আলী শোলমারী গ্রামের বিশ্বাস পাড়ার মার্জেন আলীর ছেলে।

শোলমারী বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান জানান, আমরা এখনো নিশ্চিত নয় যে তাকে বিএসএফ ধরে নিয়ে গেছে। তবে আমরা জানার পর বিএসএফকে চিঠি দিয়েছি। চিঠির জবাবে তারা ক্যাম্প কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের জন্য সীমান্তের জিরো পয়েন্টে এসেছেন।

মেপ্র/ইএম