মেহেরপুরের সবরী কলা যাচ্ছে দেশের বিভিন্ন জেলাতে
সবরী কলার রাজধানী মেহেরপুর জেলা থেকে প্রতিদিন অর্ধশত ট্রাক কলা যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। ট্রাকভর্তি হওয়ার পূর্বে এভাবেই কলা সাজিয়ে রাখেন কৃষকরা। কলার এই ছবিটি তোলা হয়েছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর মাঠের মধ্যে থেকে।
ছবিটি তুলেছেন জুলফিকার আলী কানন