মেহেরপুরে অভিযান করোনাভাইরাস প্রতিরোধের জনসমাগম ঠেকাতে

করোনা ভাইরাসবর্তমান পরিপ্রেক্ষিত করোনা ভাইরাস প্রতিরোধের জনসমাগম ঠেকাতে মেহেরপুরে অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরের দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাইনউদ্দিন এর নেতৃত্বে এ অভিযান শুরু করা হয়।

শহরের কোর্ট এলাকা থেকে শুরু করে প্রধান সড়কের বড়বাজার এবং কাথুলী সড়কে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সড়কের দুই পাশে কয়েকটি স্থানে শ্রমিকরা দলবদ্ধভাবে কাজ করার সময় সেখানে বাধা দেওয়া হয় এবং কাজ বন্ধ করে দেয়া হয়।

একই সাথে একই স্থানে পাঁচ জনের অধিক লোক থাকলে সেখান থেকে তাদেরকে সরানো হয়েছে। অভিযান চলাকালে পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল এবং ডিবির একটি দল একইসাথে তাদের অভিযান পরিচালনা করেন। দিনের শুরুতে মেহেরপুর শহরের প্রধান সড়কগুলোতে ইজিবাইকের দেখা মিললেও দুপুরের পর থেকে ইজিবাইক চলাচল কম করতে দেখা গেছে।