মেহেরপুরে আঞ্চলিক গণিত উৎসবে ১৭ জন শিক্ষার্থী বিজয়ী পদক পেয়েছে

ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত আঞ্চলিক গণিত উৎসব  2021 এর ফলাফল প্রকাশিত হলে মেহেরপুরের ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষার্থী বিজয়ী হয়ে পদক লাভ করেন।

মঙ্গলবার রাতে ফলাফল প্রকাশ হলে, মেহেরপুরে ৫ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ জন শিক্ষার্থীর মধ্যে গাংনীঁ উপজেলার প্রি ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের ক্ষুদে গনিত বিদ ১২ জন শিক্ষার্থী বিজয়ী হয়ে এই পদক লাভ করেন

পদক প্রাপ্ত প্রি ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের ১২ জন শিক্ষার্থদের মধ্যে প্রাথমিক ক্যাটাগরিতে ছিলেন, ফারজানা জামান, ফারহানা ইম্মা, নাসিফ মাহামুদ, মাহাবুব সাদিক, সুমাইয়া আফরিন সহ জুনিয়র ক্যাটেগরিতে ছিলেন, আবুসাইম তাসনীম, আদিবা মারজানা আহম্মেদ, আল আসমাউল হুসাইন, মুমিত মুর্তুজা, শাহরিয়ার সাদিক, তাহসিন আহম্মেদ, লাবিব মাহমুদ সহ গাংনীঁ সন্ধানী স্কুল এন্ড কলেজের ১ জন, গাংনীঁ পাইলট স্কুলের ১ জন, লাইসিয়াম স্কুলের ১ জন ও মেহেরপুর সদরের দুই জন।

প্রি ক্যাডেট এ্যান্ড হাইস্কুলের সভাপতি এ কে এম শফিকুল আলম ও প্রধান শিক্ষক জালাল আহম্মেদ বলেন, করোনাকালের মধ্যে স্কুল কলেজ বন্ধ আছে কিন্তু আমরা সরকারি নির্দেশ মোতাবেক অনলাইনে ক্লাস নিয়ে যাচ্ছি যার ফল আমরা ডাচ-বাংলা ব্যাংক-প্রথম আলো আয়োজিত আঞ্চলিক গণিত উৎসব ২০২১ এ অংশগ্রহণ করে পেয়েছি। এখানে আমার শিক্ষাপ্রতিষ্ঠানের ১২জন শিক্ষার্থী বিজয়ী পদক লাভ করেছেন তাদের কে শুভ কামনা জানাচ্ছি।

এসময় তিনি আরও বলেন ‘অনলাইনে অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত উৎসবে আমাদের শিক্ষার্থীরা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।’